ইতিহাস ঐতিহ্যে ভরপুর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা। এ উপজেলায় ২টি পৌরসভা এবং ৯টি ইউনিয়ন রয়েছে। ১টি মডেল থানা রয়েছে। এই উপজেলার দিগ্বিদিকে শিক্ষা প্রতিষ্ঠানের হাতছানি। শিক্ষা দীক্ষায় অন্যান্য উপজেলার থেকে গোদাগাড়ী উপজেলা অনন্য। এখানকার মানুষ শান্ত প্রকৃতির। বরেন্দ্রের পোড়া মাটির এ অঞ্চলটি সুষ্ক মৌসুমে যেমন ফেটে চৈচির হয়ে যায়। এখানকার মানুষ তেমনটি নয়। রাজনৈতিকভাবেও এ এলাকায় কোন প্রকার হানাহানি নেয় বললেই চলে। সকল দল মতের লোকেরা জাতপাত ভুলে এক সাথে চায়ের আড্ডায় বসে। গোদাগাড়ী পৌরসভার ঐতিহাসিক মহিশালবাড়ীতে অবস্থিত প্রতিষ্ঠানটি। অত্র উপজেলার মধ্যে মহিশালবাড়ী এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল একটি এলাকা। এ এলাকায় শিক্ষার হারও অনেক। মহিশালবাড়ীর মধ্যখানে বিশ্বরোড লাগুয়া মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমী। বিদ্যালয়টিতে অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গের পদচারণা হয়েছে। গোদাগাড়ী-তানোরের সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান (এম.পি) সাহেবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এটি। এখানে ইসলামী ও আধুনিক শিক্ষার অপূর্ব সুযোগ রয়েছে। উচ্চ বিদ্যালয়, আলিম শ্রেণি পর্যন্ত আলিয়া মাদরাসা, স্বতন্ত্র কিন্ডারগার্টেন ও রয়েছে একটি হেফজ খানা। বাউন্ডারীর মধ্যেই রয়েছে ছাত্র/ছাত্রীদের জন্য জামে মসজিদ। সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান করা হয়।